সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, জাতীয়, ঢাকা বিভাগ, দেশজুড়ে, বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, লিড নিউজ, সাক্ষাৎকার, সিলেট বিভাগ
মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না। তাহলে রাজাকারের নাতিরা কোটা পাবে? এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার ১৪ জুলাই বিকালে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? তারা জীবনের মায়া ত্যাগ করে রোদ বৃষ্টি ঝড় তুফান পার করে কাদামাটি মোকাবেলা করে এই দেশকে জয়ী করেছেন। তাদের জন্যই আজ আমরা উচ্চস্বরে কথা বলতে পারছি।
প্রধানমন্ত্রী আরও বলেন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছেন।
কালেরখেয়া/জে/বিসি