সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না। তাহলে রাজাকারের নাতিরা কোটা পাবে? এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার ১৪ জুলাই বিকালে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? তারা জীবনের মায়া ত্যাগ করে রোদ বৃষ্টি ঝড় তুফান পার করে কাদামাটি মোকাবেলা করে এই দেশকে জয়ী করেছেন। তাদের জন্যই আজ আমরা উচ্চস্বরে কথা বলতে পারছি।
প্রধানমন্ত্রী আরও বলেন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছেন।
কালেরখেয়া/জে/বিসি
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com