ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নারীর অধিকার, ক্ষমতায়ন, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হোক বোয়ালমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে জরিমানা এক লক্ষ টাকা আলফাডাঙ্গার বানা ইউনিয়নে আগুনে আটটি দোকান পুড়ে ছাই ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বোয়ালমারীতে থ্রি হুইলার উল্টে চালকের মৃত্যু কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন কোম্পানীগঞ্জে কারের চাপায়  দুই বছরের শিশু নিহত সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ পার্কিং উচ্ছেদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন সম্পন্ন

৬ই জুলাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড- ২০২৩ এর সমাপণী ও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

তানজিম রাব্বি
  • আপডেট সময় : ০৯:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৬ই জুলাই বেলা ১২ টায় ঢাকার শাহবাগ জাতীয় জাদুগরে অনুষ্ঠিত হয়েছে আইটেসারেক্ট টেকনোলজির উদ্যোগে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড – ২০২৩ এর সমাপণী ও গ্র্যান্ড ফিনালে।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (STEAM) বিষয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ও উদ্ভাবনী প্রতিভা প্রদর্শনের জন্য এই জমকালো অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন মাননীয় সমাজকল্যান মন্ত্রী এবং ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ডা: দীপু মনি, এম.পি। সভাপতিত্ব করেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।

সকাল ৯ টা থেকে কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী শুরু হয়ে এবং দুপুর ১২ টা থেকে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশ থেকে শত শত শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. এ এস এম মাসুদ কামাল বলেন, একটি জাতির মর্যাদাবোধের জন্য প্রয়োজন উদ্ভাবন, আমাদের নিজস্ব উদ্ভাবন যখন থাকে তখন অন্য দেশের মানুষ আমাদের দেশে আসবে ব্যাবসা করার জন্য। আমরা এখনো সকল ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতা কমানোর জন্য এই তরুণরা যারা আছে তাদের স্কুল লেভেল থেকে উদ্ভাবনী মানসিকতা শুরু করতে হবে এই ধরনের অলিম্পিয়াডের মধ্য দিয়ে স্ব স্ব বিষয়ে অনেক চিন্তাশীল করতে হবে। আগামীবার থেকে এই ধরনের প্রোগ্রাম একসাথে আমরা আরো বড় করে এবং বড় পরিশরে আয়োজন করা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সত্য প্রসাদ মজুমদার বলেন, মেয়েদের বেশী করে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ানো দরকার, যখন তারা মা হবেন তাদের সন্তানদের আরো বেশী করে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে উৎসাহ দিতে পারবেন।
সভাপতির বক্তব্যে ড. সাজ্জাদ হোসেন বলেন, অদম্য মেধাবী আমাদের সন্তানদের দাবায়ে রাখা যাবেনা। আমাদের আয়োজনে ভূল ত্রূটি থাকতে পারে। আগামীবার আমরা আরো সুন্দর করে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড আয়োজন করবো।
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ তরুণদের প্রতিভার উন্মেষ ঘটানোর জন্য একটি অসাধারণ আয়োজন। উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এ ধরনের প্রতিযোগিতার প্রতিবছর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বক্তারা।

আয়োজকরা আরো জানান, এ অলিম্পিয়াড়ে ৬টি ভিন্ন ভিন্ন লেভেলের শিক্ষার্থীরা মোট ৮টি বিভাগে কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই অংশগ্রহণ করেন। সারা বাংলাদেশে ৩১০টি স্কুল, ৬১টি বিশ্ববিদ্যালয়, ১৩২টি কলেজ, ২২টি পলিটেকনিক প্রতিষ্ঠান এবং ২৫টি মাদ্রাসা থেকে কুইজ এবং প্রোজেক্টে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭৯৭৬ জন। কুইজ নিবন্ধন সংখ্যা ছিল ৫৫৭৪৯। প্রোজেক্টের জন্য নিবন্ধন সংখ্যা ছিল ২২২৭ এবং ৫৩ জন মেন্টর এবং বিচারক হিসাবে কাজ করেছেন।
এ ছাড়া সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০টি ক্লাব, ২৯০ জন ক্যাম্পাস এম্বাসেডর এবং ৪৭০২ জন ভলেন্টিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত ছিলেন।

আয়োজকরা জানান, চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে শিক্ষার্থীদের সচেতনতা ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের লক্ষ্য ও উদ্দেশ্য। ৫টি বিষয়ের ওপর জোর দিয়ে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।
এর মধ্যে আছে তরুণদের মধ্যে স্টিম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, ম্যাথম্যাটিকস) সচেতনতা বৃদ্ধি ও দক্ষ জাতি গঠনে সহায়তা করা। কলকারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগানোর মাধ্যমে ব্যাপক উন্নতি সাধনে তরুণদের উপযোগী করে তোলা। স্টিম সম্পর্কিত বিষয়গুলোতে উচ্চশিক্ষা, সমস্যা সমাধান, উদ্ভাবন ও গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্প বাস্তবায়নে অবদান রাখতে অনুপ্রেরণা দেওয়া। শিক্ষার্থীদের হাতে কলমে ব্যবহারিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল হতে সহায়তা করাও এ আয়োজনের উদ্দেশ্য।
ন্যাশনাল স্টীম অলিম্পিয়াদের প্রজেক্ট ও কুইজ প্রজেক্ট মিলিয়ে মোট ৫৯ জনকে ৩৫ লাখ টাকার ও বেশী পুরস্কার দেওয়া হয়েছে বলে জানান আইটেসারেক্টের প্রধান মোহাম্মদ আবদুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)-এর প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোস্তফা কামাল এবং প্রাইম ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হাসান ও রশিদ।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের উপদেষ্টা ও বুয়েটের সম্মানিত প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অলিম্পিয়াডের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল ও ই-জেনারেশন পিএলসির চেয়ারম্যান শামিম আহসান।

প্রতিষ্ঠানের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে ছিলেন এডিএন গ্রুপ, ডেল টেকনোলজিস, প্রাইম ব্যাংক, সিনকোস ইঞ্জিনিয়ারিং, পিপলএনটেক, আইজুম, ইজেনারেশন, প্রাইম ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি।

ধন্যবাদান্তে,

মোহাম্মদ আবদুল হামিদ
ফোনঃ ০১৫৩৪ ৮৫৫১২৫
প্রধান সমন্বয়ক, ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড
প্রধান নির্বাহী কর্মকর্তা, আইটেসারেক্ট টেকনোলজিজস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৬ই জুলাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড- ২০২৩ এর সমাপণী ও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

৬ই জুলাই বেলা ১২ টায় ঢাকার শাহবাগ জাতীয় জাদুগরে অনুষ্ঠিত হয়েছে আইটেসারেক্ট টেকনোলজির উদ্যোগে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড – ২০২৩ এর সমাপণী ও গ্র্যান্ড ফিনালে।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (STEAM) বিষয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ও উদ্ভাবনী প্রতিভা প্রদর্শনের জন্য এই জমকালো অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন মাননীয় সমাজকল্যান মন্ত্রী এবং ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ডা: দীপু মনি, এম.পি। সভাপতিত্ব করেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।

সকাল ৯ টা থেকে কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী শুরু হয়ে এবং দুপুর ১২ টা থেকে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশ থেকে শত শত শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. এ এস এম মাসুদ কামাল বলেন, একটি জাতির মর্যাদাবোধের জন্য প্রয়োজন উদ্ভাবন, আমাদের নিজস্ব উদ্ভাবন যখন থাকে তখন অন্য দেশের মানুষ আমাদের দেশে আসবে ব্যাবসা করার জন্য। আমরা এখনো সকল ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতা কমানোর জন্য এই তরুণরা যারা আছে তাদের স্কুল লেভেল থেকে উদ্ভাবনী মানসিকতা শুরু করতে হবে এই ধরনের অলিম্পিয়াডের মধ্য দিয়ে স্ব স্ব বিষয়ে অনেক চিন্তাশীল করতে হবে। আগামীবার থেকে এই ধরনের প্রোগ্রাম একসাথে আমরা আরো বড় করে এবং বড় পরিশরে আয়োজন করা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সত্য প্রসাদ মজুমদার বলেন, মেয়েদের বেশী করে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ানো দরকার, যখন তারা মা হবেন তাদের সন্তানদের আরো বেশী করে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে উৎসাহ দিতে পারবেন।
সভাপতির বক্তব্যে ড. সাজ্জাদ হোসেন বলেন, অদম্য মেধাবী আমাদের সন্তানদের দাবায়ে রাখা যাবেনা। আমাদের আয়োজনে ভূল ত্রূটি থাকতে পারে। আগামীবার আমরা আরো সুন্দর করে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড আয়োজন করবো।
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ তরুণদের প্রতিভার উন্মেষ ঘটানোর জন্য একটি অসাধারণ আয়োজন। উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এ ধরনের প্রতিযোগিতার প্রতিবছর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বক্তারা।

আয়োজকরা আরো জানান, এ অলিম্পিয়াড়ে ৬টি ভিন্ন ভিন্ন লেভেলের শিক্ষার্থীরা মোট ৮টি বিভাগে কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই অংশগ্রহণ করেন। সারা বাংলাদেশে ৩১০টি স্কুল, ৬১টি বিশ্ববিদ্যালয়, ১৩২টি কলেজ, ২২টি পলিটেকনিক প্রতিষ্ঠান এবং ২৫টি মাদ্রাসা থেকে কুইজ এবং প্রোজেক্টে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭৯৭৬ জন। কুইজ নিবন্ধন সংখ্যা ছিল ৫৫৭৪৯। প্রোজেক্টের জন্য নিবন্ধন সংখ্যা ছিল ২২২৭ এবং ৫৩ জন মেন্টর এবং বিচারক হিসাবে কাজ করেছেন।
এ ছাড়া সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০টি ক্লাব, ২৯০ জন ক্যাম্পাস এম্বাসেডর এবং ৪৭০২ জন ভলেন্টিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত ছিলেন।

আয়োজকরা জানান, চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে শিক্ষার্থীদের সচেতনতা ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের লক্ষ্য ও উদ্দেশ্য। ৫টি বিষয়ের ওপর জোর দিয়ে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।
এর মধ্যে আছে তরুণদের মধ্যে স্টিম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, ম্যাথম্যাটিকস) সচেতনতা বৃদ্ধি ও দক্ষ জাতি গঠনে সহায়তা করা। কলকারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগানোর মাধ্যমে ব্যাপক উন্নতি সাধনে তরুণদের উপযোগী করে তোলা। স্টিম সম্পর্কিত বিষয়গুলোতে উচ্চশিক্ষা, সমস্যা সমাধান, উদ্ভাবন ও গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্প বাস্তবায়নে অবদান রাখতে অনুপ্রেরণা দেওয়া। শিক্ষার্থীদের হাতে কলমে ব্যবহারিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল হতে সহায়তা করাও এ আয়োজনের উদ্দেশ্য।
ন্যাশনাল স্টীম অলিম্পিয়াদের প্রজেক্ট ও কুইজ প্রজেক্ট মিলিয়ে মোট ৫৯ জনকে ৩৫ লাখ টাকার ও বেশী পুরস্কার দেওয়া হয়েছে বলে জানান আইটেসারেক্টের প্রধান মোহাম্মদ আবদুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)-এর প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোস্তফা কামাল এবং প্রাইম ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হাসান ও রশিদ।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের উপদেষ্টা ও বুয়েটের সম্মানিত প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অলিম্পিয়াডের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল ও ই-জেনারেশন পিএলসির চেয়ারম্যান শামিম আহসান।

প্রতিষ্ঠানের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে ছিলেন এডিএন গ্রুপ, ডেল টেকনোলজিস, প্রাইম ব্যাংক, সিনকোস ইঞ্জিনিয়ারিং, পিপলএনটেক, আইজুম, ইজেনারেশন, প্রাইম ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি।

ধন্যবাদান্তে,

মোহাম্মদ আবদুল হামিদ
ফোনঃ ০১৫৩৪ ৮৫৫১২৫
প্রধান সমন্বয়ক, ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড
প্রধান নির্বাহী কর্মকর্তা, আইটেসারেক্ট টেকনোলজিজস