বোয়ালমারীতে যুবদল ও ছাত্রদলের বিপ্লব ও সংহতি দিবস পালন

- আপডেট সময় : ০৯:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে পৌর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মূলদলের কর্মসূচীর অংশ হিসেবে ৭ নভেম্বর বিকালে সাড়ে ৪ টার দিকে বোয়ালমারী উপজেলা পরিষদ সংলগ্ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও র্যালী বের করে বিএনপির এই অঙ্গসংগঠন দু’টির পৌর শাখা।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় শেখ হাসিনার দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দিতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা প্রস্তুত বলে শ্লোগান দেয় নেতাকর্মীরা।
দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে
যুবদল নেতা রোকনুজ্জামান বকুলের সভাপতিত্বে বিএনপি নেতা মামুন মৃধা মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক হাসান সালেহ আহমেদ প্রিন্স। আলোচনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ আনিসুজ্জামান তপু, বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রফিক, বিএনপি নেতা মো. উজ্জল, ফিহাম, যুবদল নেতা মোহাম্মদ মুন্না, মিজান ঠাকুর, মোহাম্মদ মনির, জনি মিয়া, জং হাবিব, বোয়ালমারী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এহসানুল হক মিলন, রুপাপাত ইউনিয়ন ছাত্রদল নেতা রিজন মোল্যা, ময়না ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অরথি শেখ, চতুল ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি মোহাম্মদ মুসা, মো. ওমর ফারুক, আমিনুর, শিহাব শেখ প্রমুখ।