বোয়ালমারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

- আপডেট সময় : ০৮:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি উদযাপন করেছে বিবাদমান দুইটি গ্রুপ ।
এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ, ডায়েবিটিস পরীক্ষা ও রক্তদান কর্মসূচি হাতে নেয় উপজেলা ও পৌর যুবদল ।
উপজেলা যুবদলের আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপনের সভাপতিত্বে
বোয়ালমারী পৌরসদরের ওয়াপদা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু।
উদ্বোধনী বক্তব্যে শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন-“১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশী জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।”
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, সাবেক পৌর কাউন্সিলর শেখ আতিকুল আলী, বিএনপি নেতা খান মফিজুর রহমান মিল্টন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক হোসেন সালেহ রুবেল, যুবদল নেতা কামাল হোসেন,জাসাস সভাপতি শাহিন আনোয়ার, নাজমুল হাসান রিপন,পৌর ছাত্রদলের সভাপতি মাহাফুজ মিয়া প্রমুখ।
অপর দিকে পৌরসদরের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় অপর একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
ক্যাম্প দুটিতে শত-শত সাধারণ চিকিৎসা সেবা প্রত্যাশীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।
টুটুল বসু,
বোয়ালমারী,ফরিদপুর