বোয়ালমারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও এক শিক্ষার্থী নিহত

- আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কমকর্তা ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত পুলিশ কর্মকর্তার নাম উপপরিদর্শক বোরহান উদ্দিন। তিনি মাগুরা জেলার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন। ৩৯ ব্যাচের এই কর্মকর্তা যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে
মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌর সভার সোতাশী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত বোরহান উদ্দিন আঞ্চলিক মহাসড়ক হয়ে বোয়ালমারী অভিমূখে আসছিলেন, দূর্ঘটনাস্থলে আসলে একটি অটোভ্যান থেকে নামা পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের উপর আছড়ে পড়েন। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন- মাথায় প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণ জনিত কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
অপর দিকে একই দিনে সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া সাইনবোর্ড এলাকায় মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেট কারের পিছনে ধাক্কা মেরে সড়কের উপর ছিটকে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ফকির (১৬)। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠায় চিকিৎসকগণ। ঢাকা নেওয়ার পথে বেলা ১২ টার দিকে মৃত্যু হয় তার।
নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ ফকির উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আমিনুল ইসলাম ফকিরের ছেলে। সে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এসআই বোরহান উদ্দিনের দুর্ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তার বিপি নম্বর ৯৫২৩২৪৬৩০০। সে পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর কর্মরত ছিলেন। অপর দিকে শিক্ষার্থী মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
টুটুল বসু,
বোয়ালমারী,ফরিদপুর