ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নারীর অধিকার, ক্ষমতায়ন, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হোক বোয়ালমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে জরিমানা এক লক্ষ টাকা আলফাডাঙ্গার বানা ইউনিয়নে আগুনে আটটি দোকান পুড়ে ছাই ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বোয়ালমারীতে থ্রি হুইলার উল্টে চালকের মৃত্যু কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন কোম্পানীগঞ্জে কারের চাপায়  দুই বছরের শিশু নিহত সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ পার্কিং উচ্ছেদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন সম্পন্ন

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার ছাত্রদলের পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন আহ্বায়ক কমিটি থাকার পর অবশেষে হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি। ইতিমধ্যেই পদ প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। বিগত সরকারের সময় বিভিন্নভাবে হয়রানি, গুম ও অত্যাচারের স্বীকার হওয়া নেতাকর্মীরা এবার শীর্ষ পদ প্রত্যাশা করছে। যেকোন সময় ঘোষণা হতে পারে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নতুন কমিটি। উপজেলা ছাত্রদলের শীর্ষ দুই পদের জন্য নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কেন্দ্র থেকে যেকোন সময় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।

সভাপতি পদের জন্য সবচেয়ে এগিয়ে আছে অতীতে আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বিগত স্বৈরাচার সরকারের আমলে মিথ্যা রাজনৈতিক মামলায় জেল খেটেছে বহুবার । রফিক বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী। অন্যদিকে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য রতন আহমেদও সভাপতি প্রার্থী। সে বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী। রতনও বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলো। অতীতে সকল আন্দোলনে রতনকে সামনের সারিতে দেখা গেছে বলে জানা যায়।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিগত দিনে সামনের কাতারে ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আরেক ছাত্রদল নেতা ও সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন। নবী হোসাইন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের অনুসারী। বিগত দিনে আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগ কর্তৃক হামলার শিকার হয় এবং মিথ্যা রাজনৈতিক মামলায় আসামি হয়ে দিনের পর দিন আদালতে হাজির হয়েছে। নবী হোসাইন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদের জন্য দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সমর্থন রয়েছে তার প্রতি বেশি।

তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বলছেন, ” বিগত আওয়ামী শাসনামলে যারা সম্মুখে থেকে জীবনবাজি রেখে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, তাদেরকে যেন দল মূল্যায়ন করে। সেইসাথে যারা ছাত্র জনতার সমর্থনে রয়েছে তাদের যেন অগ্রাধিকার দেওয়া হয়। ”

সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ” বিগত ১৭ বছর আওয়ামী সরকারের সময়ে মিথ্যা বানোয়াট মামলার আসামি হয়েছি। অত্যাচারিত, নিপীড়িত হয়েছি। জেল খেটেছি বহুবার। দলের জন্য সবসময় পাশে ছিলাম, আছি ও থাকবো। দল যেন এই ত্যাগের মূল্যায়ন করে।” সাধারণ সম্পাদক প্রার্থী নবী হোসাইন বলেন, ” আওয়ামী সরকারের আমলে ঘরে থাকতে পারতাম না। পুলিশ দিয়ে হয়রানি করা হতো। মিথ্যা মামলার জন্য আদালতে দৌড়াতে হয়েছে বহুবার। দলের জন্য বহু ত্যাগ স্বীকার করেছি। তারপরও দল যাকে যোগ্য মনে করবেন, সেই যোগ্য নেতৃত্ব মেনে নিব।” ছাত্রদলের তৃণমুল নেতাকর্মীরা চায় অতীতে যারা রাজপথে ছিলো তাদেরকে যেন দল মূল্যায়ন করে।

তাদের পাশাপাশি সভাপতি পদের জন্য কাজ করে যাচ্ছে রাসেল মোল্লা। যদিও তৃণমূল নেতৃবৃন্দ বলছে, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আওয়ামী সরকারের আমলে কোনো দলীয় আন্দোলন সংগ্রামে তার কোনো সম্পৃক্ততা ছিলো না। দীর্ঘদিন বিদেশে ছিলো রাসেল। গত বছরের ৫ই আগষ্ট সরকার পতন হলে সে বিদেশ থেকে দেশে আসে এবং সেও সভাপতি পদের জন্য দৌড়ঝাঁপ শুরু করছে। এছাড়াও সভাপতি পদের জন্য কাজ করে যাচ্ছে ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মিয়া ও সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ ইসলাম। নাহিদ বিগত সকল আন্দোলনে সম্মুখে থেকে অংশগ্রহণ করেছে। তৃণমূলের সমর্থন তার প্রতিও রয়েছে। তারা উভয় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের শীর্ষ পদের জন্য কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার ছাত্রদলের পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ

আপডেট সময় : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন আহ্বায়ক কমিটি থাকার পর অবশেষে হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি। ইতিমধ্যেই পদ প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। বিগত সরকারের সময় বিভিন্নভাবে হয়রানি, গুম ও অত্যাচারের স্বীকার হওয়া নেতাকর্মীরা এবার শীর্ষ পদ প্রত্যাশা করছে। যেকোন সময় ঘোষণা হতে পারে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নতুন কমিটি। উপজেলা ছাত্রদলের শীর্ষ দুই পদের জন্য নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কেন্দ্র থেকে যেকোন সময় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।

সভাপতি পদের জন্য সবচেয়ে এগিয়ে আছে অতীতে আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বিগত স্বৈরাচার সরকারের আমলে মিথ্যা রাজনৈতিক মামলায় জেল খেটেছে বহুবার । রফিক বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী। অন্যদিকে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য রতন আহমেদও সভাপতি প্রার্থী। সে বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী। রতনও বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলো। অতীতে সকল আন্দোলনে রতনকে সামনের সারিতে দেখা গেছে বলে জানা যায়।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিগত দিনে সামনের কাতারে ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আরেক ছাত্রদল নেতা ও সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন। নবী হোসাইন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের অনুসারী। বিগত দিনে আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগ কর্তৃক হামলার শিকার হয় এবং মিথ্যা রাজনৈতিক মামলায় আসামি হয়ে দিনের পর দিন আদালতে হাজির হয়েছে। নবী হোসাইন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদের জন্য দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সমর্থন রয়েছে তার প্রতি বেশি।

তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বলছেন, ” বিগত আওয়ামী শাসনামলে যারা সম্মুখে থেকে জীবনবাজি রেখে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, তাদেরকে যেন দল মূল্যায়ন করে। সেইসাথে যারা ছাত্র জনতার সমর্থনে রয়েছে তাদের যেন অগ্রাধিকার দেওয়া হয়। ”

সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ” বিগত ১৭ বছর আওয়ামী সরকারের সময়ে মিথ্যা বানোয়াট মামলার আসামি হয়েছি। অত্যাচারিত, নিপীড়িত হয়েছি। জেল খেটেছি বহুবার। দলের জন্য সবসময় পাশে ছিলাম, আছি ও থাকবো। দল যেন এই ত্যাগের মূল্যায়ন করে।” সাধারণ সম্পাদক প্রার্থী নবী হোসাইন বলেন, ” আওয়ামী সরকারের আমলে ঘরে থাকতে পারতাম না। পুলিশ দিয়ে হয়রানি করা হতো। মিথ্যা মামলার জন্য আদালতে দৌড়াতে হয়েছে বহুবার। দলের জন্য বহু ত্যাগ স্বীকার করেছি। তারপরও দল যাকে যোগ্য মনে করবেন, সেই যোগ্য নেতৃত্ব মেনে নিব।” ছাত্রদলের তৃণমুল নেতাকর্মীরা চায় অতীতে যারা রাজপথে ছিলো তাদেরকে যেন দল মূল্যায়ন করে।

তাদের পাশাপাশি সভাপতি পদের জন্য কাজ করে যাচ্ছে রাসেল মোল্লা। যদিও তৃণমূল নেতৃবৃন্দ বলছে, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আওয়ামী সরকারের আমলে কোনো দলীয় আন্দোলন সংগ্রামে তার কোনো সম্পৃক্ততা ছিলো না। দীর্ঘদিন বিদেশে ছিলো রাসেল। গত বছরের ৫ই আগষ্ট সরকার পতন হলে সে বিদেশ থেকে দেশে আসে এবং সেও সভাপতি পদের জন্য দৌড়ঝাঁপ শুরু করছে। এছাড়াও সভাপতি পদের জন্য কাজ করে যাচ্ছে ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মিয়া ও সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ ইসলাম। নাহিদ বিগত সকল আন্দোলনে সম্মুখে থেকে অংশগ্রহণ করেছে। তৃণমূলের সমর্থন তার প্রতিও রয়েছে। তারা উভয় আড়াইহাজার উপজেলা ছাত্রদলের শীর্ষ পদের জন্য কাজ করে যাচ্ছে।