নবনিযুক্ত ইউএনও এর সাথে উপজেলা ছাত্রদলের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

- আপডেট সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সাজ্জাদ হোসেনের সাথে সৌজন্যে সাক্ষাৎ বিনিময় করেন ছাত্রদলের নেত্রীবৃন্দ। এর আগে নাহিদ ইসলাম উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে নেত্রীবৃন্দের সাথে আড়াইহাজার উপজেলার বিভিন্ন উন্নয়ন ও শিক্ষামূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। উপজেলাকে মাদক মুক্ত ও শিক্ষা বান্ধব উপযোগী করে গড়ে তুলতে, সকলের সহযোগিতা কামনা করেন উক্ত কর্মকর্তা ( ইউএনও)। এছাড়াও নেত্রীবৃন্দ কর্মকর্তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
রবিবার বিকালে, উপজেলা পরিষদে নবনিযুক্ত ইউএনও সাজ্জাদ হোসেনকে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নবী হোসাইন ও বশির আহমেদ, আড়াইহাজার পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শান্ত আহমেদ, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু, ব্রাক্ষমদী ইউনিয়ন ছাত্র বিষয়ক সম্পাদক রিফাত
ছাত্রদল নেতা রাহুল, সাব্বির, জীবন আহমেদ ও দুপ্তারা ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত।