খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৪৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে
আজ ২৩শে আগস্ট শুক্রবার বিকাল ৩ ঘটিকায়
কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারে খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাঃ মাওঃ মাসুম আহমদ সাহেব এর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে মারকাজ মসজিদ থেকে মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের রোড হয়ে মহাসড়ক হয়ে থানা বাজার পয়েন্ট এসে সমাবেশ পরিচালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ,সহ-সভাপতি মাওঃ মুশতাক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান,বায়তুল সম্পাদক মাওঃ হুসাইন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন শাখার সেক্রেটারী মাওঃ ইমাম উদ্দিন,সহ-সেক্রেটারী মাওঃ ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান।নির্বাহী সদস্য মাওলানা মুজাম্মিল আলী,মাওলানা খায়রুলআমিন,মাওলানা হুসাইন আহমদ,উপজেলা শাখার ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ,সুধি, শুভাকাঙ্ক্ষী ছাত্র জনতা প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসন বন্ধের আহবান জানান।ঐক্যবদ্ধ ও সজাগ সচেতন থেকে ভিনদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দেশের জনগণের প্রতি আহবান জানান। বন্যায় দূর্গত ও ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সাহায্য-সহায়তা করা ও সবাইকে তাদের পাশে থাকার অনুরোধ করেন।
আগামীদিনে সকল কর্মসূচি সফল করার ও রাজপথে থাকার আহবান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।