কোম্পানীগঞ্জর উৎমায় ভারত সীমান্তের অভ্যন্তরে ঝুলছে যুবকের লাশ

- আপডেট সময় : ১১:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে একটি গাছে সকাল থেকে ঝুলছে সদ্য বিবাহিত বাংলাদেশি জাকারিয়া আহমদ (২৩) নামের এক যুবকের মরদেহ।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে লাশটি ঝুলে থাকলেও উদ্ধার করা যায়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানালেও তারা সাড়া না দেওয়ায় লাশ উদ্ধার করা যাচ্ছে না বলে জানা গেছে। জাকারিয়া উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার লামাগ্রাম কামালবস্তির আলা উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান- পেশায় শ্রমিক জাকারিয়া সম্প্রতি বিয়ে করেন। বিয়ের মাত্র ৩ দিন পর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন সীমান্তের ১২৫৭ নম্বর পিলারের পাশের একটি গাছের ডালের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন- জাকারিয়ার বাড়ির পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত।প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনরা লাশ আনতে চেয়েছিলেন। ঘটনাটি ভারতের অভ্যন্তরে হওয়ায় তা সম্ভব হয়নি। বিষয়টি বিজিবিকে জানানো হলেও এখনও বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।