ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ব্যাগ-খাতা মিললেও নিখোঁজ রাইসা এখনো অজানায়

News Desk
  • আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজ তৃতীয় শ্রেণির রাইসা মনিকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় পরিবার। গতকাল থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছেন পরিবারের সদস্যরা, কিন্তু কোথাও দেখা মেলেনি তার। আজও ঘটনাস্থলে এসেছেন তারা। তবে পাওয়া যায়নি রাইসা মনিকে, শুধু সন্ধান মিলেছে তার খাতা আর ব্যাগের।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মাইলস্টোন কলেজের সামনে রাইসা মনির মামা সাগর হোসেন জাগো নিউজকে বলেন, গতকাল দুপুরে রাইসা ক্লাসে ছিল। জানতাম ক্লাসের পর ওর কোচিং আছে। বিমান দুর্ঘটনার খবর শুনেই আমরা এখানে চলে আসি। রাতভর ঢাকার বিভিন্ন হাসপাতালে খুঁজেছি। একেক জায়গা থেকে একেক রকম ছবি পাঠায়, কিন্তু গিয়ে কোথাও পাই না। সবশেষ এখানে এসে দেখি তার খাতা আর ব্যাগ। খাতায় তার নাম দেখে চিনতে পারি।

আপ্লুত হয়ে রাইসার মামা সাগর হোসেন আরও বলেন, আমরা ওর (রাইসা) শেষ সম্বলটুকু চাই। ওর খোঁজটা চাই। যেখানে যে অবস্থায় থাকুক, আমরা ওর কাপড়টুকু হলেও সন্তুষ্ট থাকবো।

রাইসাদের বাসা উত্তরার দিয়াবাড়ি। তার বাবা একজন ব্যবসায়ী। কোথাও তার খোঁজ মিললে ০১৯২৪০৬২০৩০ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্কুল ব্যাগ-খাতা মিললেও নিখোঁজ রাইসা এখনো অজানায়

আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজ তৃতীয় শ্রেণির রাইসা মনিকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় পরিবার। গতকাল থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছেন পরিবারের সদস্যরা, কিন্তু কোথাও দেখা মেলেনি তার। আজও ঘটনাস্থলে এসেছেন তারা। তবে পাওয়া যায়নি রাইসা মনিকে, শুধু সন্ধান মিলেছে তার খাতা আর ব্যাগের।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মাইলস্টোন কলেজের সামনে রাইসা মনির মামা সাগর হোসেন জাগো নিউজকে বলেন, গতকাল দুপুরে রাইসা ক্লাসে ছিল। জানতাম ক্লাসের পর ওর কোচিং আছে। বিমান দুর্ঘটনার খবর শুনেই আমরা এখানে চলে আসি। রাতভর ঢাকার বিভিন্ন হাসপাতালে খুঁজেছি। একেক জায়গা থেকে একেক রকম ছবি পাঠায়, কিন্তু গিয়ে কোথাও পাই না। সবশেষ এখানে এসে দেখি তার খাতা আর ব্যাগ। খাতায় তার নাম দেখে চিনতে পারি।

আপ্লুত হয়ে রাইসার মামা সাগর হোসেন আরও বলেন, আমরা ওর (রাইসা) শেষ সম্বলটুকু চাই। ওর খোঁজটা চাই। যেখানে যে অবস্থায় থাকুক, আমরা ওর কাপড়টুকু হলেও সন্তুষ্ট থাকবো।

রাইসাদের বাসা উত্তরার দিয়াবাড়ি। তার বাবা একজন ব্যবসায়ী। কোথাও তার খোঁজ মিললে ০১৯২৪০৬২০৩০ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।