বোয়ালমারীতে জন্মাষ্টমী উদযাপন

- আপডেট সময় : ০১:৩০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

টুটুল বসু,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫ টার দিকে
বোয়ালমারী শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দির থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে নানা সাজসজ্জায় সজ্জিত হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শুভযাত্রাটি বোয়ালমারী পৌর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রণব শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বিএনপি, নেতা সম্ভব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মুকুল, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, মন্দির কমিটির সদস্য মদন কুমার দাস, বাসুদেব সাহা প্রমুখ।