সিলেট জেলা প্রতিনিধ
রুহুল আমিন বাবুল, জন্ম ১৯৮৭ সালে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের গাঁও গ্রামে। পিতা মৃত ফুল মিয়া (বীর মুক্তিযোদ্ধা)। মাতা মৃত জাহানারা বেগম। প্রকৃতি ও সাহিত্যের প্রতি টান সেই ছাত্র জীবন থেকেই। সেই টান থেকেই আমার লেখালেখি শুরু। বিভিন্ন সময়ে পত্র পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করলেও "মন পবনের নাও" আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০০৯ সালে সিলেটের বনসাই প্রকাশনা থেকে। পাশাপাশি আমার কর্মজীবনও শুরু হয় ২০০৯ সালেই। এবছরই আমি কোম্পানীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে "ডিড রাইটার" হিসেবে যোগদান করি। তারপর ২০১৭ সালে আমি দৈনিক সোনালী সিলেট পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি হয়ে সংবাদকর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করি।২০২০ সালে আমি কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদেও বর্তমানে সভাপতি হিসেবে উক্ত সংগঠনে দ্বায়িত্ব পালন করে আসছি। এছাড়াও আমি "কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ" সভাপতি পদে নিয়োজিত আছি। বর্তমানে আমি দৈনিক জাতীয় "যুগের কন্ঠস্বর" পত্রিকায় কোম্পানীগঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত আছি এবংনিজস্ব অনলাইন নিউজ পোর্টাল আজকের খবর এর সম্পাদক মন্ডলীর সভাপতির দ্বায়িত্ব পালন করছি। ২০০৯ সালে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার ১৭ বছর সংসার জীবনে ৩ ছেলে নিয়ে আল্লাহর রহমতে সুখে শান্তিতে বসবাস করছি।