সম্পাদক : শরিফুল ইসলাম
সম্পাদক : শরিফুল ইসলাম
জন্ম: ফরিদপুর, ঢাকা। শৈশব থেকে বেড়ে ওঠা রাজধানীর ঢাকাতে। পিতা: ইউনুস শরীফ, মাতা: কল্পনা বেগম। পড়াশোনা: জীবনে প্রাথমিক শিক্ষা অর্জন মাদ্রাসা থেকে। হাফেজ। পরবর্তীতে স্নাতক, বাংলা, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা। চাকুরী জীবনের শুরু, জাগোনিউজ২৪.কম’। বর্তমান দৈনিক কালের খেয়া' এবং 'নিউজ অব ঢাকা' সম্পাদক হিসেবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি নিজেকে সর্বদা ব্যবসায়ী কাজে নিয়োজিত রাখেন।