গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ১০ বছরের কিশোরীর উপর ৬০ বছরের বৃদ্ধর যৌন হয়রানির অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধর স্ত্রী অন্যের বাসায় কাজ করেন। টিনশেডের একটি বাসায় বসবাস করেন তারা। সকালে কাজে বেরিয়ে গেলে, তার স্বামী একা বাসায় থাকেন। এই সুযোগে পাশের রুমের ১০ বছরের কিশোরীকে রুমে নিয়ে এসে। যৌন চারে লিপ্ত হতে চায়। মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে হাতেনাতে তাকে উদ্ধার করে।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com