স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ছোট শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন শিশুরাই হবে আসল স্মার্ট তারাই দেশ চালাবে।
শনিবার ৬ জুলাই জাতির পিতার ছেলেবেলার স্কুল গীমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন এবং এস বঙ্গবন্ধুকে জানি, ফির শুক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন।
কালেরখেয়া/জেবিএস
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com