সংবাদ শিরোনাম ::   
                            
                            শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের
																
								
							
                                
                              							  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
 

সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
শনিবার (৩ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ থেকে এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।
আর এক মিনিটও এই সরকার ক্ষমতায় থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।’
এক দফা দাবিতে রবিবার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করব। এটি সফল করতে দেশের মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহবান জানাই।
সূত্র: নিউজ অব ঢাকা/আ/ই
																			
										









