বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে নিজ বাড়িতে ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাটারি চালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মৃত ভ্যানচালকের নাম মো. জামাল বিশ্বাস (৫৫)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। ৪ সন্তানের জনক মৃত জামাল বিশ্বাস ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে আটটার দিকে মৃতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত অটোভ্যান চালক মো. জামাল বিশ্বাস বাড়ির ফ্রিজের সংযোগ লাইনে সমস্যা দেখা দেয় সে বৈদ্যুতিক সংযোগের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিবারের সদস্যরা মৃত জামাল বিশ্বাস বিদ্যুৎ তাড়িত হয়েছে বুঝতে পেরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ডা. ইমরান জানান- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিপার্শ্বিক অবস্থার পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় এটি দুর্ঘটনা, ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com