টুটুল বসু,
বোয়ালমারী ফরিদপুর
বোয়ালমারীতে কলেজ পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম শশি (১৮)।
সে বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
শশি দরি-হরিহরনগর গ্রামের মোঃ জাফর মোল্যার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা দেড়টার দিকে সে তার রুমে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে পেটে ব্যথায় আক্রান্ত ছিলো, ব্যথা উঠলে প্রায়ই সে আত্মহত্যার চেষ্টা করতো। শুক্রবার দুপুরে বাড়ির সকলে রান্নার কাজে ব্যস্ত ছিলো, এসময় সে নিজ কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শশির মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবরিনা হক রুম্পা জানান- তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানা উপপরিদর্শক বোরহান উদ্দিন মোল্যা জানান- খবর পেয়ে আমরা হাসপাতালে পৌঁছে তার সুরতহাল করেছি তার গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা, ময়নাতদন্তের পর প্রকৃত বিষয় বলা যাবে।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com