সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন স্পট সাদাপাথরে পানিতে ডুবে রাগিব ইয়াসার (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।সে ঢাকার সাভারে পরিবারের সাথে বসবাস করত। তার পিতার নাম আহসান। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলা। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় নিহত রাগিব ও তার বন্ধুরা মিলে সাদাপাথর পর্যটন স্পটে ঘুরতে আসেন।
এতে নিহতের বন্ধুরা জানান, সাভার থেকে তারা কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর পর্যটন স্পটে বেড়াতে এসেছিলেন। তারপর সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে সবাই পানিতে নামার আগেই রাগিব একা পানিতে নেমে যায়। তারপর তারা হঠাৎ দেখে রাগিব প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যাচ্ছে। তখন তারা সবাই পানিতে ঝাপিয়ে পড়ে অনেক খুঁজাখুঁজি করতে থাকে।
পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট খুঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের প্রধান খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মারা গেছে।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com