ইসলামী বিশ্ববিদ্যালয়ের আ্যারাবিক অ্যালামনাই আ্যসোসিয়েশন (ইবি) পক্ষ থেকে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল চারটায় ঢাকা মিরপুর এলাকায় সিটি মহলে আয়োজন করা হয়।
জানা যায়, অনুষ্ঠানটিতে বৈষম্য বিরোধী কোটা আন্দলোনে ছাত্র ও প্রশাসনাহ সকলের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
ছাত্রদের এই বিপ্লবকে দেশ ও জাতির কল্যাণের জন্য ফলপ্রসূ করতে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবেন এমন টা আশ্বস্ত করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালক জনাব ফকরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সভাপতি প্রফেসর ডক্টর মাহমুদুল হাছান, বাংলা বিভাগের প্রফেসর মিয়া রাশিদুজ্জামানসহ বিভাগের সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. তোজাম্মেল হোসেন বলেন, ফ্যাসিস্টবাদীরা দীর্ঘদিন ধরে এদেশ ও জাতির উপর অমানবিক জুলুম নির্যাতন করেছে। বর্তমান প্রজন্ম তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছে। এই ছাত্রজনতার বিজয়কে ধূলিসাৎ করতে দেশ ও দেশের বাহিরে কিছু কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের বিজয় ধরে রাখতে আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।
কালেরখেয়া/ই/বি
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com