টাঙ্গাইলের ঘাটাইলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর বেলা ১১ টায় ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ঘাটাইল উপজেলা বিএনপি মুক্তিযোদ্ধা দল সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছেত করিম সভায় সভাপতিত্ব করেন। মত বিনিময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এম. এ মজিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি সিরাজুল হক ছানা, রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা সাদত হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ। বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বেনিমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শ্রমিকদলের আহবায়ক সুফি সিদ্দীকি, মুক্তিযোদ্ধা সন্তান ও যুব প্রতিনিধি মাহবুব হাসান সৌরভ, উপজেলা সেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান কলি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীরমুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদ সরকার নিজ স্বার্থে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়েছে। এসব দূর্নীতি, দুঃশাসনের জন্য শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিছে।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com