রুহুল আমিন বাবুল কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার থেকে বালু-পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকায় অভিযানে আজিজুল ,আলা উদ্দিন ও শফিকুল নামে ৩ জন শ্রমিককে গ্রেফতার করে প্রত্যেককে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এঅভিযানে তেলিখাল এলাকা থেকে ২ লক্ষ ৫০ পঞ্চাশ ফুট বালু ও একটি পেলুডার জব্দ করা হয়েছে।
শনিবার ৯ মে বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
একই অভিযানে ধলাই নদী থেকে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৫০টি নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ধ্বংস করে পানিতে ডুবিয়ে দেওয়া হয় হয়। এসময় একটি ট্রাকের
কাগজপত্র সঠিক না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, এসআই আসিফ ইকবাল, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির ও পুলিশের ফোর্স।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com