সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ঘর চুরি মামলার প্রধান আসামি রশিদ মিয়াকে গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাও গ্রামের আজিজ মিয়ার পুত্র।
সূত্রে জানা যায়,গ্রেফতার হওয়া রশিদ মিয়া ও অন্যান্য কয়েকজন সংগবদ্ধভাবে ১৪ সেপ্টেম্বর-২০২৪ রাতে উপজেলার টুকেরগাও গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার পুত্র, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনের অব্যবহৃত একটি ঘরের চাল,বেড়া ও পার্টিশনের টিন,৪টি দরজা,৪টি চৌকি চুরি করে। যার আনুমানিক বাজারমূল্য ২,২০,০০০ টাকা। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর মনির হোসেন বাদী হয়ে থানায় চুরির মামলা দায়ের করেন। মঙ্গলবার ১৫ অক্টোবর সকালে থানার এস.আই শরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গ্রেফতার হওয়া আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com