হাসিনার দোসরদের ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে -মাশুকুর রহমান

- আপডেট সময় : ০৯:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
হত্যা, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে বর্তমান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। শেখ হাসিনার দোসর যে সব রাজনৈতিক দল আছে তাদেরও নিষিদ্ধ করতে হবে। বিএনএমএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর হাসিনার দোসর তার এই মাটিতে রাজনীতি করার অধিকার নেই। এই মঞ্চ থেকে শাহ জাফর ও তার দোসরদের নিষিদ্ধ ঘোষণা করে গেলাম।
ফরিদপুরের বোয়ালমারীতে এক জনসমাবেশ এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও হাসিনার দোসরদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ৩০ অক্টোবর বুধবার বিকালে উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন পুরনো বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয় ।
উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
এ জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথি জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গি। জেলা বিএনপির সদস্য সচিব এস এম কিবরিয়া স্বপন প্রমুখ ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা, খান আতাউর রহমান, জাহাঙ্গীর আলম মুকুল, ইমরান হুসাইন, র ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, আবুল বাসার বিপ্লব প্রমুখ।
দুপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কৃষকদলসহ দলটির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে জনসমাবেশস্থলে আসতে থাকে। এসময় সভাস্থল উপচে হাজার হাজার নেতাকর্মী সড়কে একপাশে অবস্থান নিলে মাঝকান্দী- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে সাময়িক সময়ে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।