ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্করে অবৈধভাবে পাথর উত্তোলনে মাটি চাপায় ১ জনের মৃত্যু কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা কোটালীপাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা বিজয়ের কণ্ঠ’র মাল্টিমিডিয়ায় বর্ষসেরা পুরস্কার পেলেন নাহিম “নারীর অধিকার, ক্ষমতায়ন, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হোক বোয়ালমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে জরিমানা এক লক্ষ টাকা আলফাডাঙ্গার বানা ইউনিয়নে আগুনে আটটি দোকান পুড়ে ছাই ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বোয়ালমারীতে থ্রি হুইলার উল্টে চালকের মৃত্যু কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ নিয়ে আলফাডাঙ্গায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে আলফাডাঙ্গা উপজেলার ডাকবাংলো-সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় আসে। সেখানে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়।

শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আট দিনের মাথায় ফরিদপুর জেলার মধ্যে এই প্রথম কোনো কর্মসূচি পালন করল আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেন। বেলা তিনটা থেকে তাঁরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমবেত হতে থাকেন।

বিক্ষোভকারীরা এ সময় ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম, সহসভাপতি তারা মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম প্রমুখ।

সারাদেশের আওয়ামী লীগ নেতাদের ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। ‘যত দিন পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, তত দিন আমরা ঘরে ফিরব না,’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম সুজা উপস্থিত সবাইকে এ শপথবাক্য পাঠ করান।

কালেরখেয়া/ও/ইক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ নিয়ে আলফাডাঙ্গায় বিক্ষোভ

আপডেট সময় : ০৯:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

 

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে আলফাডাঙ্গা উপজেলার ডাকবাংলো-সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় আসে। সেখানে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়।

শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আট দিনের মাথায় ফরিদপুর জেলার মধ্যে এই প্রথম কোনো কর্মসূচি পালন করল আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেন। বেলা তিনটা থেকে তাঁরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমবেত হতে থাকেন।

বিক্ষোভকারীরা এ সময় ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম, সহসভাপতি তারা মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম প্রমুখ।

সারাদেশের আওয়ামী লীগ নেতাদের ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। ‘যত দিন পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, তত দিন আমরা ঘরে ফিরব না,’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম সুজা উপস্থিত সবাইকে এ শপথবাক্য পাঠ করান।

কালেরখেয়া/ও/ইক