রবি থেকে মঙ্গলবার অফিস চলবে ৬ ঘণ্টা

- আপডেট সময় : ০৬:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন রবিবার থেকে মঙ্গলবার (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে। এতে বলা হয়, ব্যাংক ও আদালত তাদের অফিসের সময়সূচি নিজেরাই নির্ধারণ করবে।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় তিন দিনের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
শনিবার (২৭ জুলাই) বিকেলে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।
তিনি আরও বলেন, ব্যাংক ও আদালত নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
গত ২৪ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রবিবার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।
কালের খেয়া/ই/আই