মামলাতেও থামছে না আশ্রব আলীর অবৈধ বালু উত্তোলনের তান্ডব
- আপডেট সময় : ০৩:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১ বার পড়া হয়েছে

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন বিভাগের জমি ধ্বংস করে বালু উত্তোলনের দায়ে গত ২ সেপ্টেম্বর মামলা দায়ের করেন বন বিভাগের ফরেস্টার মাজহারুল হক। এই মামলায় অন্যতম আসামি উপজেলার ঢালারপাড় গ্রামের আশ্রব আলী। তার বিরুদ্ধে মামলা হলেও থামানো যায়নি অবৈধ বালু উত্তোলন। বিএনপির নাম ভাঙ্গিয়ে দলীয় পদের অবৈধ প্রভাব খাটিয়ে তিনি করছেন এসব অনৈতিক কর্মকান্ড।
স্থানীয় সুত্রে জানা যায় গত প্রায় ৩ মাস থেকে লিজ বহির্ভুত বন বিভাগের জমি ধ্বংস করে চলছে আশ্রব আলীর বালু উত্তোলন। স্থানীয়রা বাঁধা দিলেও তাতে তিনি কর্নপাত করেননি। বরং স্থানীয় পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে আশ্রব আলী এসব কর্মকান্ড করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা যায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় ও রাজনগরের রাস্তাঘাট, কবরস্থান, স্কুল ও ঘরবাড়ি হুমকির মুখে ফেলে আশ্রব আলী সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের বাঁধা দিলেই হুমকি-ধামকি ও মারধরের শিকার হতে হয়। তাই নিজের চোখে দেখেও নিষেধ দিতে পারছেন না নিরীহ গ্রামবাসী।
এবিষয়ে জানার জন্য আশ্রব আলীর মুঠোফোনে কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, ইতিমধ্যে বন বিভাগের মামলায় রোপা মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।









