বোয়ালমারীতে থ্রি হুইলার উল্টে চালকের মৃত্যু

- আপডেট সময় : ১২:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে ইট বোঝাই অবৈধ থ্রি-হুইলার খেক্কর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে ।
নিহত ব্যক্তির নাম হামিম মোল্যা (২৫), সে পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মান্নান মোল্যার ছেলে। এ ঘটনায় পরিবহনটির আরোহী অপর দুই শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদ্রাসা সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহত খেক্কর শ্রমিক তারিকুল ইসলাম জানান, মহম্মদপুর বাটা ব্রিকস থেকে ইট নিয়ে বোয়ালমারী উপজেলার রূপাপাত-কালিনগরের উদ্দেশ্যে যাচ্ছিল থ্রিহুইলারটি। বাইখির মোড়ের দূর্ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত গতির জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে গেলে পরিবহনের চালক হামিম ইটের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে নিহত হামিমের মৃতদেহ তার স্বজনেরা উদ্ধার করে নিয়ে যায়।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই, পুলিশ দূর্ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত ও আহত কাউকেই পায়নি। তারা পুলিশ পৌঁছানোর আগেই মৃতদেহ নিয়ে মৃতব্যক্তির গ্রামে চলে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দূর্ঘটনা ও নিহত ব্যক্তির বিষয়ে অবহিত করা হয়েছে।
টুটুল বসু,
বোয়ালমারী, ফরিদপুর।