ফরিদপুর ১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন শামসুদ্দিন মিয়া ঝুনু

- আপডেট সময় : ১০:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসবে ফরিদপুর ১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। একইসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। স্থানীয় বিএনপি নেতা কর্মীদের নিয়ে শুক্রবার ও শনিবার (১১ ও ১২ অক্টোবর) দুই দিনব্যাপী তিন উপজেলার এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এরনির্দেশে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। সেই সাথে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ধর্মীয় পরিচয়ে এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই ভাই ভাই। এ দেশে বিগত হাসিনা সরকারের আমলে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাধীন, সুন্দরভাবে পূজা-অর্চনা করতে পারেনি। তাদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। বিএনপির আমলে সব ধর্মের অনুসারীরা তাদের নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে। পূজায় কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা চালায়, আমরা কাউকে ছাড় দেব না।’
শামসুদ্দিন মিয়া ঝুনু আরো বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে প্রত্যেক ধর্মের মানুষের বাঁচার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ জীবন দিয়েছে। তেমনি জুলাই ও আগস্টের নতুন স্বাধীনতায় সকল ধর্মের মানুষ জীবন দিয়েছেন। তাই সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই।
পূজামণ্ডপ পরিদর্শন কালে শামসুদ্দিন মিয়া ঝুনুর সাথে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা, বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, কাউন্সিল শেখ আজিজুল হক, বিএনপি নেতা কামাল আহমেদ, কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবলু সিকদার, সদস্য মদন দাস, নিখিল সাহা, যুবদল নেতা শামীম খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া মোল্যা সুমন, ছাত্রদল নেতা রেজোয়ান ইসলাম রিজন প্রমুখ।