জাককানইবি-তে মঞ্চস্থ হলো “4.48 সাইকোসিস”

- আপডেট সময় : ০১:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাবে মঞ্চস্থ হলো নাটক 4.48 সাইকোসিস। রবিবার (২৭ অক্টোবর) সন্ধা সাড়ে ০৭ টায় দর্শকপূর্ণ ভাবে নাককটি মঞ্চায়িত হয়েছে।
‘আ ডেথ নোট অফ সারাহ কেন’ অবলম্বনে বিভাগের এমএ নির্দেশনা শাখার শিক্ষার্থী শাকিবুল হাসান শুভ’র নবরূপায়ণ ও নির্দেশনায় বিভাগের কোর্স নির্দেশক মাজহারুল হোসেন তোকদার এর তত্বাবধানে নাটকটি মঞ্চায়িত হয়।
সারাহ কেন’ -এর 4.48 Psychosis নাটকটি মনের গভীর যন্ত্রণা, বিষণ্ণতা এবং নিজের সাথে অদ্ভুত এক মানসিক দ্বন্দ্বের প্রতিফলন। নাটকটি এমন একটি মানুষের গল্প বলে, যে তার মানসিক বিপর্যয়ের গভীরে নিমজ্জিত, নিজেকে এবং তার অস্তিত্বকে অনুধাবনের চেষ্টা করছে। নাটকের শিরোনামের ‘4.48’ একটি প্রতীকী সময় নির্দেশ করে, সেই সময়কে বোঝায় যখন মানসিক কষ্টের তীব্রতা সবচেয়ে প্রবল হয়।
নাট্য নির্দেশক বলেন, ‘4.48 Psychosis’ এমন একটি নাটক, যা ব্যক্তির মানসিক সংকটের জগতে আমাদের নিয়ে যায়, যেখানে যন্ত্রণার সীমা আর কোনো নির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকে না। সারাহ কেন এই নাটকের মাধ্যমে যে অব্যক্ত ব্যথা, মানসিক বিপর্যয় এবং অন্ধকার চিত্রিত করেছেন, তা গভীরভাবে প্রতিফলিত করতে চেয়েছি। পরিচালকের দৃষ্টিকোণ থেকে, এই প্রযোজনায় আমি এমন কিছু সৃষ্টি করতে চেয়েছি, যা শুধুমাত্র চরিত্রগুলোর অভিজ্ঞতাকে তুলে ধরবে না, বরং দর্শকদের মনেও গভীরভাবে প্রভাব ফেলবে। এই নাটকের নবরুপায়ন প্রক্রিয়ায় ওফেলিয়া, হ্যামলেট,হেলেনা সহ বিখ্যাত চরিত্র গুলোকে একত্রিত করে তাদের জীবনের মানসিক বিপর্যয়, আবেগ, ভালোবাসা সহ অব্যক্ত অনেক অনুভূতির সমন্বয়ে চরিত্রগুলোকে উপস্থাপনের চেষ্টা করেছি।“
নাটক শেষে বিভাগীয় প্রধান, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ, ড মোঃ কামাল উদ্দীন বলেন, “আমাদের কার্যক্রম চলছে, আমরা চেষ্টা করছি , আমাদের শিক্ষার্থীরা চেষ্টা করছে। নানা অসঙ্গতির মাঝেও আরও বড় পরিসরে নাটক মঞ্চস্থ করতে হবে। সরকারের উদ্যোগ নিতে হবে।“
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান ড মোঃ কামাল উদ্দীন, কোর্স তত্ত্বাবধায়ক মোঃ মাজহারুল হোসেন তোকদার, সহযোগী অধ্যাপক ইসমতআরা ভূঁইয়া ইলা, সহকারী অধ্যাপক মোঃ মুশফিকুর রহিম প্রমুখ। শিক্ষকমণ্ডলীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে আড়ম্বর ভাবে আয়োজন সমাপ্ত হয়।
নাটকের নির্দেশক আরও বলেন, “এই প্রযোজনায় আমি দর্শকদের শুধুমাত্র একটি নাটক দেখাতে চাই না, বরং তাদের একটি অভ্যন্তরীণ যাত্রার অংশ হতে আহ্বান জানাই। আমি বিশ্বাস করি, নাট্যশিল্প শুধু বিনোদন নয়, এটি সমাজের মানসিক গঠন এবং সচেতনতা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী মাধ্যম। একদিকে শিক্ষার্থী হিসেবে আমার প্রথম দিকের প্রয়াস। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার যতটুকু ভুল সকলই আমার, সকল অর্জনই নাট্য কুশীলবদের।“
উল্লেখ্য, উক্ত নাটকে অভিনীত কুশীলবদের মধ্যে বিভাগের শিক্ষার্থী ঋতু, কনা, অমি, মনি, মাহেদী, রিক্ত, মাহফুজ সহ ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের রুহিনু ও সিফাত বিভিন্ন চরিত্র ও করিওগ্রাফিতে অংশগ্রহন করে।
নাজমুস সায়াদাত সিফাত,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি