চাল চুরির সত্যতা পায়নি তদন্ত কমিটি

- আপডেট সময় : ১১:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীর শেখর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির সত্যতা পায়নি জেলা প্রশাসনের তদন্তকারী কর্মকর্তা।
সম্প্রতি উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে ভিজিডি
কার্ডধারীদের চাল, টিসিবি পণ্য আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন ত্রিশজন ভুক্তভোগী।
অভিযোগের প্রেক্ষিত জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজিদ উল মাহুমুদের উপর তদন্তভার অর্পণ করেন জেলা প্রশাসক।
আনীত অভিযোগের ভিত্তিতে গত ১৫ জুলাই সরজমিনে তদন্ত আসেন ওই তদন্তকারী কর্মকর্তা। তিনি শেখর ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন পরিষদের সদস্য, চৌকিদার, স্থানীয় নাগরিক ও উপকারভোগী ও অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন। তদন্তে চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগের কোন সত্যতা খুঁজে পাননি তদন্ত কর্মকর্তা।
জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা মো. সাজিদ উল মাহুমুদ বলেন, শেখর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে স্থানীয় নাগরিক ও উপকারভোগীদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি সবার উন্মুক্ত মতামত শুনেছি। তদন্তে চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পাইনি। তবে টিসিবির পন্য ও ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যানের অফিস না করার বিষয়টির অধিকতর তদন্তসাপেক্ষে প্রতিবেদন দাখিল করা হবে।
এ বিষয়ে শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন – আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, প্রোপাগাণ্ডা ছড়িয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে প্রয়াস চালিয়েছে। এতে সাময়িক বিপত্তিতে পড়তে হয়েছে আমাকে। ইউনিয়ন পরিষদের অফিস না করার বিষয়ে তিনি জানান – ইতোপূর্বে আমার উপর কয়েকবার হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় দূর্বৃত্তরা, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েই পরিষদের পাশাপাশি আমার ব্যক্তিগত অফিসে কার্যক্রম চালিয়ে আসছি।