সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ মহাসড়কে দ্রুতগামী ট্রাকচাপায় মোছাঃ সমরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া কালাসাদক গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। ৪ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ভোলাগঞ্জ টু সিলেটগামী একটি ট্রাক পাড়ুয়া পাম্পের কাছাকাছি পাকা রাস্তার উপর সমরুন নেছাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান- ভোর সকালে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেন।