কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার নাহার বলেন, বর্তমানে স্থানীয় যে বালু-পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিং করা বর্তমানে সম্পূর্ণ ভাবে অবৈধ । যারা পাথর তুলতেছেন তারা পরিবেশ বিপন্ন করতেছেন, কোম্পানীগঞ্জের মানুষকে বিপদে ফেলতেছেন এবং নিজেদের জন্য বিপদ ডেকে আনছেন। পাথর ক্রাশিং এর ফলে বাতাসে বালির পরিমাণ বাড়ছে, নিশ্বাসের সাথে ফুসফুসে ধূলিকণা ছড়াচ্ছে। তিনি ট্রাক মালিকদের উদ্দেশ্যে বলেন,হয়ত দুই বা আড়াই মাসের মধ্যে কোয়ারী ইজারা হয়ে যাবে। তাই আপনারা এখন থেকে আর অবৈধ পাথর পরিবহণ করবেন না। তিনি আরও বলেন, যেহেতু বেশিসংখ্যক মানুষ দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছে তাই একা প্রশাসনের পক্ষে এটা রোধ করা কঠিন।তাই আপনারা এলাকাগতভাবে এটা প্রতিহত করবেন। আশা করব আপনারা প্রশাসনের আইনি কাজে সহযোগিতা করবেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কানাইঘাট সার্কেল এএসপি অলক কান্তি শর্মা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবুল হাসনাত,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল,সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুর রহমান, সাবেক আমীর আজমান আলী, প্রেস ও মিডিয়া সেক্রেটারি ইকবাল হোসাইন এমাদ, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মানিক মিয়া, সদস্য এমরান আলী, সাংবাদিক সোহেল রানা, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন, ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রফিক, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক বরকত উল্লাহ, ছাত্র প্রতিনিধি শাকিল ইসলাম, সিদ্দিকী আবুল আলা, ব্যবসায়ী আব্দুল জলিল,ফয়জুর রহমান, হোসেন নূর প্রমুখ।