ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনের আলোয় আলোকিত এক নারী: এডভোকেট তামান্না আফরিন স্বপ্নপূরণের পথে শশীর জয়যাত্রা সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গুনাহ হবে সালথায় খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি স্বামী-স্ত্রী মিলনের গুরুত্বপূর্ণ উপকারিতা কোম্পানীগঞ্জর উৎমায় ভারত সীমান্তের অভ্যন্তরে ঝুলছে যুবকের লাশ কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাব”র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বোয়ালমারীতে ভূমিদস্যু আমিন বিশ্বাসের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও এক শিক্ষার্থী নিহত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ ব্যাচ ২০১৫

স্ত্রী পরিবার-পরিজন, পোশাক, খাদ্য, বস্ত্র, অর্থ, সম্মান সবই রিজিকের অংশ

কি আমল করলে রিজিক বৃদ্ধি পায়

শরিফুল ইসলাম
  • আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে
দৈনিক কালের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রী পরিবার-পরিজন, পোশাক, খাদ্য, বস্ত্র, অর্থ, সম্মান সবই রিজিকের অংশ।
মহান আল্লাহ তা’আলা মানব সৃষ্টির পূর্ব থেকেই তার রিজিক নির্ধারণ করে রেখেছে তবে কিছু ভালো আমল করলে তার রিজিক আরও বৃদ্ধি পায়।

নিম্নে রিজিক বৃদ্ধির কিছু আমল বর্ণনা করা হলো:

– তাকওয়া বা আল্লাহর ভয়: মহান আল্লাহ তায়ালাকে যে বান্দা বেশি ভয় করবে আল্লাহ তা’আলা তার জন্য বেশি সহায় হবেন। আল্লাহ তা’আলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন। আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন (সূরা তালাক, আয়াত ২-৩)

– আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা: আল্লাহ তাআলার উপর বান্দা যেমন ভরসা করবেন আল্লাহ তা’আলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। (সূরা তালাক আয়াত ৩)

– শুকরিয়া বাকৃতজ্ঞতা প্রকাশ: সুখ-দুঃখে সব সময় মহান আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তা’আলা বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন, (সূরা ইব্রাহীম আয়াত ৭)

– আল্লাহর রাস্তায় সদাকা করা: যে ব্যক্তি মহান আল্লাহ তায়ালার পথে খরচ করবে দান সদাকা করবে কিংবা উত্তম ঋণ দান করবে তখন আল্লাহ তা’আলা ওই বান্দার রিজিক অনেক গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তা’আলা বলেন, এমন কে আছো যে আমাকে ঋণ দেবে, উত্তম ঋণ অতঃপর আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। আল্লাহই সংকুচিত করেন এবং তিনিই প্রশস্ততা দান করেন এবং তার কাছে তোমরা সবাই ফিরে যাবে (সূরা বাকারা আয়াত ২৪৫)

– ইফতেগফার তথা ক্ষমা প্রার্থনা করা: মহান আল্লাহ তায়ালা ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন। যে বান্দা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং পছন্দ করেন। ক্ষমা প্রার্থনার মাধ্যমে রিজিক প্রধান্য পায় বেশি।
– আত্মীয় সম্পর্ক ঠিক রাখা: আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মহান আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তা’আলা রিজিক বৃদ্ধি করে থাকেন।

এছাড়াও আরো কিছু আমল রয়েছে যা করলে মহান আল্লাহ তায়ালা রিজিক বৃদ্ধি করে দেন। # মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিহ তেলাওয়াত করা। # সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম, আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ।

# আল্লাহুম্মাগফিনি, ফিআলালিকা, আন হারামিকা, ওয়াগণিনী, বিফাদলিকা আম মাংচিওয়াক। এটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তা’আলা ঋণমুক্ত করবেন এবং বেশি বেশি রিজিক বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ।

#আল্লাহুম্মামাক ফিনি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া ফেনী, ওরঝুকনী। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ।

# ফরজ নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়লেও আল্লাহ রিজিক বৃদ্ধি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রী পরিবার-পরিজন, পোশাক, খাদ্য, বস্ত্র, অর্থ, সম্মান সবই রিজিকের অংশ

কি আমল করলে রিজিক বৃদ্ধি পায়

আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

স্ত্রী পরিবার-পরিজন, পোশাক, খাদ্য, বস্ত্র, অর্থ, সম্মান সবই রিজিকের অংশ।
মহান আল্লাহ তা’আলা মানব সৃষ্টির পূর্ব থেকেই তার রিজিক নির্ধারণ করে রেখেছে তবে কিছু ভালো আমল করলে তার রিজিক আরও বৃদ্ধি পায়।

নিম্নে রিজিক বৃদ্ধির কিছু আমল বর্ণনা করা হলো:

– তাকওয়া বা আল্লাহর ভয়: মহান আল্লাহ তায়ালাকে যে বান্দা বেশি ভয় করবে আল্লাহ তা’আলা তার জন্য বেশি সহায় হবেন। আল্লাহ তা’আলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন। আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন (সূরা তালাক, আয়াত ২-৩)

– আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা: আল্লাহ তাআলার উপর বান্দা যেমন ভরসা করবেন আল্লাহ তা’আলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। (সূরা তালাক আয়াত ৩)

– শুকরিয়া বাকৃতজ্ঞতা প্রকাশ: সুখ-দুঃখে সব সময় মহান আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তা’আলা বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন, (সূরা ইব্রাহীম আয়াত ৭)

– আল্লাহর রাস্তায় সদাকা করা: যে ব্যক্তি মহান আল্লাহ তায়ালার পথে খরচ করবে দান সদাকা করবে কিংবা উত্তম ঋণ দান করবে তখন আল্লাহ তা’আলা ওই বান্দার রিজিক অনেক গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তা’আলা বলেন, এমন কে আছো যে আমাকে ঋণ দেবে, উত্তম ঋণ অতঃপর আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। আল্লাহই সংকুচিত করেন এবং তিনিই প্রশস্ততা দান করেন এবং তার কাছে তোমরা সবাই ফিরে যাবে (সূরা বাকারা আয়াত ২৪৫)

– ইফতেগফার তথা ক্ষমা প্রার্থনা করা: মহান আল্লাহ তায়ালা ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন। যে বান্দা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং পছন্দ করেন। ক্ষমা প্রার্থনার মাধ্যমে রিজিক প্রধান্য পায় বেশি।
– আত্মীয় সম্পর্ক ঠিক রাখা: আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মহান আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তা’আলা রিজিক বৃদ্ধি করে থাকেন।

এছাড়াও আরো কিছু আমল রয়েছে যা করলে মহান আল্লাহ তায়ালা রিজিক বৃদ্ধি করে দেন। # মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিহ তেলাওয়াত করা। # সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম, আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ।

# আল্লাহুম্মাগফিনি, ফিআলালিকা, আন হারামিকা, ওয়াগণিনী, বিফাদলিকা আম মাংচিওয়াক। এটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তা’আলা ঋণমুক্ত করবেন এবং বেশি বেশি রিজিক বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ।

#আল্লাহুম্মামাক ফিনি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া ফেনী, ওরঝুকনী। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ।

# ফরজ নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়লেও আল্লাহ রিজিক বৃদ্ধি করেন।