অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই; ৪০লাখ টাকার ক্ষয়ক্ষতি

- আপডেট সময় : ১২:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীর প্রাণকেন্দ্র চৌরাস্তায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। ফায়ারসার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বোয়ালমারী পৌরসদরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ সংলগ্ন এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন লন্ড্রি ব্যবসায়ী মন্টু রায়, ঔষধ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. আকিজ মোল্যা, ক্ষুদ্র যন্ত্রাংশ ও মোটর মেরামত কারবারি মো. মিতুল শেখ, বালু,মাটি ব্যবসায়ী রওশন মোল্যা ও সেলুন ব্যবসায়ী গৌতম।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ সংলগ্ন স্টেশন রোডের উত্তর পাশে টিনশেট একটি দোকানে ধোঁয়া দেখতে পায় পথচারীরা। মুহূর্তে কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় বোয়ালমারী ফায়ার ব্রিগেড এন্ড সিভিল সার্ভিসকে খবর দিলে অগ্নিনিবারক একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ততসময় টিনসেট ঘরের ৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিস দল প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান,
প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় ব্যবসায়ীরা। রাত ১২টার দিকে পথচারীরা মো. মিতুল শেখের মোটর-ফ্যান সার্ভিসিং সেন্টারে আগুন দেখতে পায়। এ সময় বারকয়েক বৈদ্যুতিক সংযোগ লাইনে বিস্ফোরণ ঘটে এতে মুহূর্তে আশপাশের দোকানেও আগুন লেগে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মন্টু রায় জানান- সব মিলিয়ে পাঁচটা দোকানে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল ছিলো, আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। নিজেদের পুঁজি আর ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করে বেঁচে ছিলাম। এখন সব শেষ হয়ে গেলো। বেঁচে থাকার অবলম্বন শেষ এখন পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রনেন্দ্র নাথ চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আমাদের অগ্নিনির্বাপক দল স্থানীয়দের সহায়তায় পানি দিয়ে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৫টি দোকানের সব কিছু পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।